Logo

রাজনীতি    >>   ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রিজভীর

ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রিজভীর

ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রিজভীর

ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রার পূর্ববর্তী এক সমাবেশে তিনি এই বক্তব্য দেন।

রিজভী অভিযোগ করেন, "ভারত প্রতি পদে পদে বাংলাদেশে নাশকতা চালাতে পারে। তাদের ভয়ংকর সাম্প্রদায়িক আচরণ ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। কলকাতার হাসপাতাল, হোটেল, দোকানপাট সব বন্ধ। দিল্লির আশীর্বাদে শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় টিকে আছেন।"

তিনি আরও বলেন, "ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তারা কারও সঙ্গে বন্ধুত্ব করতে জানে না। এমনকি আইনজীবী আলিফ হত্যার ঘটনাতেও ভারত কোনো বক্তব্য দেয়নি।"

ভারতের ভিসা বন্ধ করা নিয়ে রিজভী বলেন, "ভারত ভিসা বন্ধ করে বাংলাদেশের উপকার করেছে। এটি দেশের সমৃদ্ধি বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এখন আর ফেনসিডিল কিংবা ইয়াবার প্রবাহ থাকবে না।"

তিনি আরও যোগ করেন, "চট্টগ্রাম দাবি করলে, আমাদের বাংলা, বিহার ও ওড়িশা ফেরত দিতে হবে। দিল্লির আগ্রাসন প্রতিরোধে আমরা প্রস্তুত।"

রিজভীর বক্তব্যে স্পষ্টভাবে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়। তিনি বলেন, "ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা নিজেদের স্বার্থেই বাংলাদেশকে ব্যবহার করে।"

রিজভীর এমন মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতীয় দূতাবাসকে কেন্দ্র করে পদযাত্রা এবং তার বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

ভারতীয় নীতিমালা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে সমাবেশটি আয়োজন করে বিএনপি। এতে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে বাংলাদেশকে আত্মনির্ভরশীল করার আহ্বান জানানো হয়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert